শিল্প সাহিত্য

সোনালী বাতাস 

-নাহিদ ফারজানা 

দূর থেকে সোনালী ধানের বাতাস নিয়ে
ছুটে এসে ঢুকে পড়ি এক অদ্ভুত পথের সম্মোহনে ।
 উদ্দেশ্যহীন পথ আসে এক রাত্রির আড়ৎ ।
 সন্ধ্যেটা বিকেল কে নিয়ে সেই যে উধাও ,
 আর আসেনা ফিরে
 মিঠে রোদের দুপুর , সোনালী সকাল ।
রাত্রির অন্ধগুহায়
বিকালের সাথে সন্ধ্যার লুকোচুরি খেলা ।
অতৃপ্তির বাসনায় বয়ে চলে জীবনের বেলা ।
অকস্মাত শুণি যেন দিগন্তের বাঁশী
 দিকচক্রবালের নবোঢ়ার হাসি
তপন উদয়ে  হবে পরাস্ত আঁধার।
কালক্ষেপ অমৃতের স্বাদে
দেখা দেবে উজ্জ্বল ভালোবাসার
আনন্দ প্রভাত ।
# আটলান্টা প্রবাসী কবি, লেখক, আবৃত্তি শিল্পী