চলমান সংবাদ

গভীর রাতে ঢাকায় আমীর খসরু আটক

আমির খসরু (ফাইল ছবি)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রাত সাড়ে ১২টায় রাজধানীর গুলশানের ৮১ নং সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা নহয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি নেতাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি তাৎক্ষণিকভাবে জানানো না হলেও খসরুকে গত ২৮ অক্টোবর ঢাকায় দলের মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের একাধিক মামলার আসামি করা হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম বলেন, ‘সাড়ে ১১টা থেকে বাসাটি আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে ফেলে। পরে তাকে (আমীর খসরু) গোয়েন্দা দপ্তরে নিয়ে যায়।’ গত ২৮ অক্টোবরের সেই সংঘর্ষের পর এ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির দুই জন সদস্য গ্রেপ্তার হলেন। স্থায়ী কমিটির গ্রেপ্তার হওয়া অন্য নেতা হলেন মির্জা আব্বাস, যাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। এছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জহির উদ্দিন স্বপন ও ঢাকা মহানগর কমিটির উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে।