চলমান সংবাদ

জনস্বার্থে জনস্বাস্থ্য বিষয়ক পরামর্শ

ডা. এ, কে, এম, আরিফ উদ্দিন আহমেদ (ফাইল ছবি)

ডেঙ্গু জ্বরে বা ডেঙ্গু জ্বর সন্দেহ হলে যা করনীয়- ১) জ্বর হলে ১ম – ২য় দিনেই “NS1 antigen for dengue” টেস্টটি করান। এই পরীক্ষা সরকার নির্ধারিত মূল্যে (৩০০ টাকা) করা হয়। ২) খুব বেশী শরীর ব্যথা, কোমড় ব্যথা, হাত পা ব্যথা হলেও Paracetamol ছাড়া কোন ব্যথার ঔষধ সেবন করবেননা। ৩) অন্যান্য খাবারের পাশাপাশি ফলের রস পান করুন। ডায়াবেটিক হলে বেশী পরিমান পানি পান করলেই হবে। ৪) ডেঙ্গুতে সাধারণত ৫ দিনের বেশী জ্বর থাকেনা। কিন্তু ৬ষ্ঠ দিন থেকেই রক্তের প্লেটিলেট কমতে থাকে, প্লাজমা লিকেজ হয়, রক্তচাপ কমতে পারে। ৫) ৬ষ্ঠ দিন থেকে ৯ম দিন পর্যন্ত ডেঙ্গুর ক্রিটিক্যাল ফেইজ, তাই এই সময়ে জ্বর না থাকলেও সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ৬) যদি দাঁতের মাড়ি থেকে রক্ত যায়, প্রস্রাব লাল হয়, চোখ লাল হয়, পায়ু পথে রক্ত যায়, তবে হাসপাতালে ভর্তি হবেন। ৭) যদি জ্বরের সাথে বমি হয়, পাতলা পায়খানা হয়, তবে হাসপাতালে ভর্তি হবেন। ৮) ডেঙ্গু পরীক্ষা করে ডেঙ্গু জ্বর হয়েছে নিশ্চিত হলে, উক্ত রোগী যদি গর্ভবতী হয়, বা রোগীর যদি ডায়াবেটিস/ রক্তের রোগ/ ক্যান্সার/ হৃদরোগ/ রক্ত শূন্যতা/ ব্রেইন স্ট্রোক/ কিংবা অন্য কোন দীর্ঘমেয়াদি রোগ থাকে তবে হাসপাতালে ভর্তি হবেন। ৯) ডেঙ্গু জ্বরের ৯ম দিন এর পর যদি শরীরে চুলকানি সহ র্যাশ হয় তবে ঘাবড়ানোর কিছু নেই, এই সময়কে বলা হয় রিকভারি ফেইজ, অর্থাৎ ডেঙ্গু নিরাময় হওয়ার পূর্ব স্তর। ১০) জ্বর ও অন্যান্য সমস্যার জন্য প্রয়োজনীয় ঔষধ সেবনের জন্য নিকটস্থ চিকিৎসক এর পরামর্শ নিন। কোন ফার্মাসির কর্মচারীদের পরামর্শে কোন ঔষধ সেবন করবেননা।

ডা. এ, কে, এম, আরিফ উদ্দিন আহমেদ: একাডেমিক কোওর্ডিনেটর, অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালস, চট্টগ্রাম, প্রাক্তন সহকারী অধ্যাপক (ক্লিনিক্যাল মেডিসিন)