শিল্প সাহিত্য

বন্ধুর জন্য খোলা চিঠি

-নাজিমুদ্দীন শ্যামল

ও বন্ধু, কেমন আছো তুমি?
তোমাদের পাটের চারা ডুবে গেছে জলে,
তোমাদের ভাতের থালা চলে গেছে বলে
তোমার কি খুব কষ্ট হচ্ছে?
তোমাদের কষ্টের গান বা মিছিলের শ্লোগান,
তোমাদের গর্ভের ধন আর স্বপ্নের বাগান,
কারা বিকিয়ে দিয়েছে জলের দামে
তোমরা কি তা জানো?
তোমাদের গল্প কিংবা ধান ভরা উঠান,
তোমাদের বউয়ের ঝুমকা আর মাটির বিছান
কিভাবে শুধু স্মৃতি হলো সংগোপনে
তোমরা কি তা জানো?
তোমাদের দিন কাটছে অনাহারে,
রাত কাটছে বিষণœতায়, ছেলেমেয়ে
পড়শী স্বজন জ্বলছে জানি এক নাগাড়ে।
তবু জানতে বড় ইচ্ছে করে আমার,
প্রিয় সুহৃদ কেমন আছো, কুশলাদি সবার।
# নাজিমুদ্দীন শ্যামল: কবি ও সাংবাদিক