চলমান সংবাদ

ঢাকার ধামরাইয়ের শত বছরের কাঁসা-পিতল শিল্প এখন মৃত প্রায়

কয়েকশত বছর ধরে ঢাকার ধামরাইয়ের কাঁসা-পিতলের তৈজসপত্র ও কারুকাজ করা মূর্তির সুনাম ছিলো পুরো ভারতবর্ষ জুড়ে, কিন্তু এখন সে জৌলুশ ফিকে হয়ে এসেছে।

ধামরাইয়ের রথখোলা এলাকায় গিয়ে দেখা যায় সেখানকার বেশিরভাগ কাড়খানা বন্ধ হয়ে গেছে, অথচ আগে এই এলাকায় প্রায় ৪০টির মতো কাঁসা-পিতলের তৈজসপত্র তৈরির কারখানা ছিলো।

এই শিল্পের সাথে কয়েকশ বছর ধরে জড়িত এমন একটি পরিবারের সদস্য সুকান্ত বনিক জানান- কম মজুরি, গ্যাসের দাম বৃদ্ধি এবং চাহিদা কমে যাওয়ায় হারিয়ে যেতে বসেছে এই শিল্প।