চলমান সংবাদ

চট্টগ্রামে চুরি করা ল্যাপটপ ও মোবাইলসহ গ্রেফতার ২

চুরি যাওয়া ল্যাপটপ ও মোবাইলসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের লালদীঘির পুরাতন গির্জার গলি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন কুমিল্লার মুরাদনগর থানাধীন সোনাপুর মধ্যপাড়া গ্রামের মো. বখতেয়ারের ছেলে মো. আরিফ (২২) এবং চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন দরবেশ হাট গ্রামের নুরুল কবিরের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)।

গ্রেফতারদের মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।

তিনি বলেন, ৮ এপ্রিল বিকেলে নন্দনকানন পুলিশ প্লাজা মার্কেটে সোর্সিং সলিউশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে চুরি হয়। প্রতিষ্ঠানটির মালিকের একটি ল্যাপটপ ও দুটি মোবাইল চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরের দল। অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের শনাক্ত করে সোমবার রাতে দুজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে আরিফ পেশাদার চোর। তিনি দীর্ঘদিন ধরে দিনে নগরীর বিভিন্ন এলাকায় অফিস ও বাসভবনে চুরি করে আসছিলেন। আর সেই চোরাই পণ্য জাহাঙ্গীরের কাছে বিক্রি করতেন।

# ১৯/০৪/২০২৩, চট্টগ্রাম