un

জামিন প্রদান এবং স্থগিতের নামে নাটক বন্ধ করুনঃ চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক

২৪ এপ্রিল ২০১৩ বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহতম দিন। এদিন রানা প্লাজা ধ্বসের কারনে ১১৩৭ জন শ্রমিক নিহত, ১৫২৪ জন শ্রমিক আহত এবং ৭৮ জন শ্রমিক চিরতরে পঙ্গু হয়ে যায়। আগামী ২৪ এপ্রিল রানা প্লাজা ধ্বসের ১০ বছর পূর্ণ হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের বিচার ব্যবস্থার সীমাহীন দীর্ঘসুত্রতার কারনে দীর্ঘ ১০ বছরেও  প্লাজা ধ্বসের জন্য দায়ী ব্যক্তিদের বিচার করা সম্ভব হয়নি বরং প্লাজা ধ্বসের মূল হোতা এবং মামলার প্রধান আসামী সোহেল রানা এদিন রানা প্লাজা ধ্বসের ১০ বছর পূর্তির মাত্র কয়েকদিন আগে জামিন পেয়েছে। সারা দেশের শ্রমজীবী মানুষের ব্যাপক প্রতিবাদের মুখে জমিন স্থগিত করা হলেও শ্রমজীবী মানুষ স্বস্থিতে নেই। নেতৃবৃন্দ বলেন, জামিন প্রদান এবং স্থগিতের নামে শ্রমজীবী মানুষ এবং দেশের মানুষের সাথে যে নাটক করা হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করে রানা প্লাজা ধ্বসের জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত বিচার কার্যক্রম সম্পূর্ণ করে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। নেতৃবৃন্দ আইএলও কনভেশন ১২১ অনুসরণ করে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান এবং কর্মক্ষত্রে দুর্ঘটনায় নিহত ও আহতদের লস অফ ইয়ার আর্নিং  এবং ভোগান্তি হিসাব করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের অন্যতম সংগঠক লুৎফুন্নাহার সোনিয়ার সভাপতিত্বে এবং চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোঃ হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম শ্রম আদালতের সদস্য এবং বিলস এলআরএসসি সেন্টার কোর্ডিনেশন কমিটির চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন, বিলস এর প্রোগ্রাম অফিসার রিজওয়ানুর রহমান খান টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, জাতীয় শ্রমিক লীগ নেতা উজ্জ্বল বিশ্বাস, জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা এডভোকেট ইকবাল হোসেন, বাংলাদেশ লেবার ফেডারেশনের নেতা মোহাম্মদ আলমগীর হোসেন, জাতীয় শ্রমিক জোটের হুমায়ুন কবির, হোটেল শ্রমিক নেতা নূর আলম, বাংলাদেশ লেবার ফেডারেশনের গুলজার বেগম এবং ফ্রী ট্রেড ইউনিয়ন কংগ্রেসের আয়েশা পারভিন প্রমুখ

সভা শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

# ১০/০৪/২০২৩, চট্টগ্রাম