চলমান সংবাদ

নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন,মূল্যবৃদ্ধি বন্ধের দাবিতে নগরীতে বাসদ(মার্কসবাদী)-র গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচী

আওয়ামীলীগ সরকারের পদত্যাগ,নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন,মূল্যবৃদ্ধি বন্ধের দাবিতে নগরীতে বাসদ(মার্কসবাদী)-র গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচী

অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুর্নগঠনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালু করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধ, সর্বজনীন রেশনিং চালু, শিক্ষা-চিকিৎসা নিয়ে ব্যবসা বন্ধ করাসহ ৫ দফা দাবিতে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নগরীর আমতল মোড়ে আজ সকালে গণস্বাক্ষর সংগ্রহ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচীতে অংশ নেন। এ সময় বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে ও দীপা মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য ইন্দ্রানী ভট্টাচার্য সোমা,আসমা আক্তার,জাহেদুন্নবী কনক,রিপা মজুমদার প্রমুখ।উল্লেখ্য,উপরোক্ত ৫ দফা দাবিতে বাসদ(মার্কসবাদী) দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচী ঘোষণা করেছে।সারাদেশের সংগৃহীত স্বাক্ষরসহ আগামী ৫ এপ্রিল ঢাকায় মাননীয় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করা হবে।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন,‘‘দ্রব্যমূল্যসহ সমস্ত কিছুর মূল্যবৃদ্ধিতে মানুষ কোনমতে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করছে।বাজারের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই,আছে সিন্ডিকেট ব্যবসায়ীদের।এর মধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণকে আরো গভীর দুর্দশায় ফেলবে।জনগণ প্রবল আর্থিক সংকটে নিমজ্জিত হলেও,‘উন্নয়ন’এর স্লোগানের আড়ালে চলছে মুষ্টিমেয় গোষ্ঠীর লুটপাট,দূর্নীতি,অর্থপাচার,সম্পদ বৃদ্ধি।আওয়ামীলীগ সরকার  জনগণের ভোটাধিকারও কেড়ে নিয়েছে।বিগত ১৪ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে জনগণ অতিষ্ঠ।এটা জানে বলেই আওয়ামীলীগ ইভিএম সহ নানা কারচুপিতে   যেনতেনভাবে আবারো ক্ষমতা  দখল করতে চায়,যা দেশকে আরো গভীর সংকটে নিপতিত করবে।এ কারণে আওয়ামীলীগ সরকারের পদত্যাগ ও সংসদভেঙ্গে দিয়ে নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।একইসাথে স্বাধীন নির্বাচন কমি শন গঠন,নির্বাচনে কালো টাকা,পেশীশক্তি ও সাম্প্রদায়িকতার ব্যবহার নিষিদ্ধ,সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচনব্যবস্থাসাজানো, সংবিধানের  ৭০ অনুচ্ছেদসহ অগণতান্ত্রিক বিধি বাতিল করার দাবিতে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে।

# ২৭/০৩/২০২৩, চট্টগ্রাম