শিল্প সাহিত্য

আপনি যাওয়ার আগে

-নাজিমুদ্দীন শ্যামল

একদিন আপনি চলে যাবেন…
সেকথা আমিতো আগে থেকেই জানি।
তবুও আমি আপনার কাছে যাই,
আপনাকে জড়িয়ে ধরে কাছে রাখতে চাই
বোকা বক পাখির মতোন…
আপনার গলার কাঁটা আমি তুলে দিয়েছি,
আপনাকেও দিয়েছি আমার শিরস্ত্রান।
আপনি চলে যাবেন জানি,
কিন্তু যাওয়ার আগে আপনি
আমাকে কামড়ে দেবেন…
এটা জানা ছিলোনা বলেইÑ
ক্ষতের মধ্যেখানে রক্ত ঝরছে…

আশ্চর্য সকলেই আমাকে বোকা ভাবছে।
আমার মনও শেষ পর্যন্ত তাই মানছে।

 

নাজিমুদ্দীন শ্যামল: কবি ও সাংবাদিক