চলমান সংবাদ

প্রার্থনা

-নাজিমুদ্দীন শ্যামল

আপনি যখন খুব সকালে দরজায় কড়া নাড়লেন
তখনও আমি ঘুম থেকে উঠেনি। ঘুমের মাঝে
আমি দাঁড়িয়ে ছিলাম দুপুরের জন্য। তারপর
কুমারী রোদ জড়িয়ে ধরবে। আমিও তখন
ছুটতে ছুটতে ইশকুলের দিকে যাবো। অথচ,
সকাল সকাল আপনি চলে আসলেন।

আমিতো অবুঝ বালকের মতোন ঘুমিয়ে ছিলাম।
আপনি হয়তো ভাবলেন দরজাটা কেউ খুলবে না।
কিন্তু আপনি বিশ্বাস করুন। আমি কাঁচা ঘুমে
দরজা খুলে দেখি কেউ নেই। আপনি হয়তো
চলে গেছেন অনেক আগেই। অথচ আমিতো
ঘুমের মাঝে আপনাকে দেখার প্রার্থনা করেছি…

 

নাজিমুদ্দীন শ্যামল: কবি ও সাংবাদিক