চলমান সংবাদ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরসা নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মো. আসাদুল্লাহ নামে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কথিত এক নেতাকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আসাদুল্লাহ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে জেদ্দাগামী বিমানে সৌদি আরবে পালানোর চেষ্টা করছিলেন।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) নিহাদ আদনান তাইয়ান জানান, শুক্রবার সন্ধ্যায় জেদ্দাগামী একটি ফ্লাইটে করে সৌদি যাওয়ার চেষ্টা করছিলেন কথিত আরসা নেতা আসাদুল্লাহ। খবর পেয়ে পুলিশের একটি দল বিমানবন্দরে অভিযান চালিয়ে বিমানে ওঠার আগেই তাকে ধরে ফেলে। তিনি টেকনাফের থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আসাদুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে কীভাবে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করল, তা জানার চেষ্টা চলছে। অন্যান্য বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি কোন্দলের জেরে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা খুন হন। আসাদুল্লাহ ওই হত্যা মামলার আসামি।