চলমান সংবাদ

রাজউকের ৩০ হাজার নথি গায়েব, ব্যাখ্যা চাইল হাইকোর্ট

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্ভার থেকে প্রায় ৩০ হাজার গ্রাহকের নথি গায়েব হয়ে যাওয়ার ঘটনায় আগামী ৩০ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।গত  সোমবার (২ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রাজউকের চেয়ারম্যানকে এ বিষয়ে ব্যাখ্যা দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

এদিন আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

দুদকের আইনজীবী খুরশীদ আলম রাজউকের নথি গায়েবের ঘটনায় পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন।

# ০৬/০১/২০২৩, ঢাকা #