চলমান সংবাদ

কৃষ্ণা বিশ্বাস ও জ্যোতি রাণি পালকে বেআইনি চাকুরিচ্যুতির প্রতিবাদ জানিয়েছে মহিলা পরিষদ

বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক লতিফা কবির এবং সাধারন সম্পাদক সিতারা শামীম এক যুক্ত বিবৃতিতে আজিম গ্রুপের অর্কিড স্যুয়েটার লিঃ এর শ্রমিক কৃষ্ণা বিশ্বাস ও জ্যোতি রাণি পালকে বেআইনি চাকুরিচ্যুতির প্রতিবাদ জানিয়েছে।

তারা বলেন, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি শ্রম আইনের কোন প্রকার তোয়াক্কা না করে উক্ত দুইজন হতভাগ্য শ্রমিককে অমানবিকভাবে কার্ড কেড়ে নিয়ে কারখানা থেকে বের করে দেয়। পরবর্তীতে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ হওয়ার পরে কৃষ্ণা বিশ্বাসকে কার্ড ফেরত দেওয়া হলেও জ্যোতি রাণি পালকে অদ্যাবধি ফেরত দেওয়া হয়নি।

মহিলা পরিষদের নেতৃবৃন্দ আরো বলেন, কৃষ্ণা বিশ্বাস ও জ্যোতি রাণি পালকে প্রথমে কোন নোটিশ না দিয়ে বের করে দেওয়া হয়। পরবর্তীতে তাদের দুইজনকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু এই নোটিশ শ্রম আইন অনুযায়ী দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ বিষয়টি যাঁচাই করে দেখার জন্য তারা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম দপ্তরকে অনুরোধ জানান।

#০৮/১২/২০২২, চট্টগ্রাম #