শিল্প সাহিত্য

বোধ

-ছন্দা দাশ

সবই আলো সবই অন্ধকার
পাইনা খুঁজে কোনই মানে তার
কেনই বা এই জন্ম নেবার সুখ
মৃত্যু যদি খুলেই রাখে দ্বার।

মিছেই তবে দুদিনের এই খেলা
নিত্য দেখি মাঝদরিয়ার ভেলা
যোগ-বিয়োগের কেবল হাহাকার
খোলা খাতায় বাড়ছে কেবল বেলা।

নিজের মাঝে নিজেই যেন চর
গোপন খনির তল্লাসে অন্তর

 

ছন্দা দাশঃ কবি ও সাহিত্যিক