চলমান সংবাদ

বিদ্যুতের দাম বাড়লো ১৯ দশমিক ৯২ শতাংশ

বিদ্যুতের দাম বাড়লো ১৯ দশমিক ৯২ শতাংশ

বিদ্যুতের পাইকারি দাম প্রতি ইউনিট পাঁচ টাকা ১৭ পয়সা থেকে ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানো হয়েছে। এতে প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ছয় টাকা ২০ পয়সা।

সোমবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে মূল্যবৃদ্ধি সংক্রান্ত এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল।

বিইআরসি সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের পাইকারি দর ইউনিট প্রতি পাঁচ টাকা ১৭ পয়সা নির্ধারণ করে।

বিদ্যুতের একক পাইকারি বিক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। নিজেরা উৎপাদনের পাশাপাশি বিদেশ থেকে আমদানি ও বেসরকারি মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রের কাছ থেকে বিদ্যুৎ কিনছে। পাঁচটি বিতরণ কোম্পানির কাছে পাইকারি দরে বিক্রি করে আসছে। আর নিজেরা ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের শহরাঞ্চলে বিতরণ করে যাচ্ছে।