চলমান সংবাদ

সোমবার বিদ্যুতের নতুন দাম ঘোষণা

কোম্পানিগুলোর রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২১ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাম ঘোষণা করা হবে।

নতুন দাম ঘোষণার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিইআরসির প্রশাসনিক কর্মকর্তা বেলায়েত হোসেন।

বিইআরসি সূত্র জানিয়েছে, এবার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়তে পারে। তবে কত পার্সেন্ট বাড়বে তা আগামীকালই জানা যাবে। গ্রাহক পর্যায়ে আপাতত বিদ্যুতের দাম বাড়ছে না।

রোববার (২০ নভেম্বর) রাতে বিইআরসির এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) এর বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার পুনঃনির্ধারণ বিষয়ে ১৩ অক্টোবর ২০২২ তারিখের বিইআরসি আদেশ নম্বর: ২০২২/১৯ পুনর্বিবেচনা সংক্রান্ত কমিশন আদেশ আগামী ৬ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ, ২১ নভেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ তারিখ সোমবার দুপুর ১২:০০টায় কমিশন কর্তৃক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।

বিইআরসি সূত্র জানায়, গত মাসে পিডিবি বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছিল, তাতে কিছু ত্রুটি ছিল। এছাড়া পাইকারি বিদ্যুতের দাম বাড়লে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দামের ওপর কী প্রভাব পড়বে, সেটারও কোনো ব্যাখ্যা দেয়নি পিডিবি। এজন্য তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তখন দাম বাড়ানো হয়নি। তবে এবার নতুন সুপারিশের ভিত্তিতে দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে।

# ২০/১১/২০২২, ঢাকা #