চলমান সংবাদ

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় শ্রমিক অসন্তোষ

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা কর্তৃপক্ষ গত ২৪ সেপ্টেম্বর থেকে বিসিআইসির অনুমতি নিয়ে রক্ষণাবেক্ষণের জন্য কারখানা দুই সপ্তাহ বন্ধ ঘোষণা করে। রক্ষণাবেক্ষণ শেষে গতকাল থেকে কারখানা উৎপাদনে যাওয়ার কথা ছিল। কর্তৃপক্ষ অতিতের নিয়ম অনুসরণ না করে ওভারটাইম ভাতা না দেয়ার সিদ্ধান্ত নিলে শ্রমিকদের অসন্তোষ দেখা দেয়।

কারখানায় কর্মরত শ্রমিকদের সূত্রে জানা যায়, রক্ষণাবেক্ষণকালীন অতীতে শ্রমিকদের নিয়মিত বেতনের পাশাপাশি ওভারটাইম ভাতাও দেওয়া হত। কিন্তু এবার তার ব্যতিক্রম হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে তারা। গতকাল বেলা ১১টায় শ্রমিকরা এমডি মো. শহীদুল্লাহ খানকে নিজ কার্যালয়ে ৮ ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় তারা ওভারটাইমের দাবিতে স্লোগান দেয়।

আন্দোলনের এক পর্যায়ে তারা এমডির অফিসের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিষয়টি বিসিআইসি প্রশাসনকে জানানোর পর তারা এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে। আজ (শুক্রবার) সকালে তদন্ত টিমের কারখানা পরিদর্শনের কথা রয়েছে।

# ২১/১০/২০২২, চট্টগ্রাম #