চলমান সংবাদ

কুখ্যাত যুদ্ধাপরাধী সাকাপুত্র হুম্মামের বিচার দাবি, গুডস হিল ঘেরাওয়ের ঘোষণা

 বিএনপির সমাবেশে কুখ্যাত যুদ্ধাপরাধী সাকা চৌধুরীকে ‘শহীদ’ হিসেবে সম্বোধন করে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরীর দেওয়া স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ-মিছিল করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটি। বুধবার (১৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সমাবেশ থেকে হুম্মাম কাদেরের বক্তব্য ও স্লোগানকে রাষ্ট্রদ্রোহিতা উল্লেখ করে তার বিচার দাবি করা হয়। একইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতারা। অন্যথায় বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন নির্যাতন কেন্দ্র গুডস্ হিল ঘেরাওয়ের ঘোষণা দেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্যসচিব মো. কামরুল হুদা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান চৌধুরী, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এমআর আজিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, সাবেক মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর ছেলে সরফুদ্দিন আহমেদ চৌধুরী রাজু, কাউন্সিলর শাহীন আক্তার রুজি, সাবেক ছাত্রনেতা ইয়াসিন আরাফাত প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামালখান চত্বরে শেষ হয়। প্রসঙ্গত গত ১২ অক্টোবর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলা কুখ্যাত রাহাকার সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। বক্তব্য দেওয়ার সময় নিজের বাবাকে ‘শহীদ’ উল্লেখ করে বক্তব্য দেয় সাকা-পুত্র হুম্মাম। পাশাপাশি ‘নারায়ে তাকবীর’ স্লোগান দেন। সালাহউদ্দিন কাদের চৌধুরী একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধে অংশ নেন। সাকা চৌধুরীর বাবাও তৎকালীন মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীও মুক্তিযুদ্ধের বিরোধী ভূমিকায় ছিলেন। একাত্তরের মানবতা বিরোধীদের বিচার শুরু হলে সালাহউদ্দিন কাদেরকে গ্রেপ্তার করা হয়। মানবতা বিরোধী অপরাধের দায় প্রমাণিত হওয়ায় সাকা চৌধুরীর ফাঁসির রায় দেন আদালত। ২০১৫ সালের ২২ নভেম্বর তার ফাঁসির রায় কার্যকর হয়।
# ২১.১০.২০২২ চট্টগ্রাম #