চলমান সংবাদ

চবিতে ঝরণায় নেমে এসএসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝরণায় গোসল করতে নেমে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পেছনে ঝরনায় এঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম রাকিবুল রশিদ। সে নগরীর রেলওয়ে পাবলিক হাই স্কুলের শিক্ষার্থী। তার বন্ধুদের কাছ থেকে জানা গেছে, সকাল সাড়ে ৭টার ট্রেনে রশিদসহ ৭ জন বন্ধু মিলে শহর থেকে ক্যাম্পাসে ঘুরতে আসে। ক্যাম্পাসের বিভিন্ন স্থান দেখা শেষে ১১টায় তারা ঝরনার পাশে আসে। একপর্যায়ে তারা গোসল করতে পানিতে নামে। হঠাৎ করেই সাথে থাকা রশিদ স্রোতের সাথে তলিয়ে যায়। রশিদ সাঁতার জানতো না। পরে দুপুর একটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র সেকশন অফিসার মোহাম্মদ শাহজাহান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় কিছু লোক আমাদের জানায় বিশ্ববিদ্যালয়ের দুই পাহাড়ের মাঝের ঝুঁকিপূর্ণ ঝরনায় একজন তলিয়ে গেছে। তাৎক্ষণিক আমরা হাটহাজারী ফায়ার সার্ভিসের প্রাইমারি ইউনিট পাঠিয়ে দেই। তারা দুপুর ১টার দিকে ঝরনার ১৫ ফুটের মধ্যে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। বিভিন্ন পাথর থাকার কারণে লাশ বেশিদূর যেতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম জানান, এই ঝরনাটি এমনিতেই ঝুঁকিপূর্ণ। এর আগেও এখানে কয়েকজনের মৃত্যু হয়েছে। প্রবেশপথে সাবধান করে সাইনবোর্ডও লাগানো আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত এখানে যায় না। এরা বাইরের শিক্ষার্থী। তিনি বলেন, মৃত অবস্থায় রশিদকে চবি মেডিকেলে নেয়া হয়। তার বাবার কাছে হস্তান্তর ও অন্যান্য কার্যক্রমের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

## ১৭.১০.২০২২ চট্টগ্রাম ##