চলমান সংবাদ

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী

আজ ১২ রবিউল আউয়াল। বিশ্বমানবতার আনন্দ-উৎসবের মাস। এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে এসেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (দ.)। দিনটি যথাযথযোগ্য মর্যাদায় দেশব্যাপী উদযাপন করা হবে। প্রায় দেড় হাজার বছর আগে হযরত মুহম্মদ (দ.)পবিত্র নগরী মক্কায় রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। মুসলিম উম্মাহর কাছে এ দিনটি ঈদে মিলাদুন্নবী (দ.) হিসেবে পরিচিত।
বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী (দ.) হিসেবে পালন করে। ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ সব বাণীতে তাঁরা মহানবী (দ.) -এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার জন্য সকলের প্রতি আহ্‌বান জানান। দিবসটি সরকারি ছুটি। সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। ইলেকট্রনিক মিডিয়া দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠান প্রচার করবে।
# ০৯/১০/২০২২, চট্টগ্রাম #