চলমান সংবাদ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় পরিচালকসহ ৩ স্বাস্থ্য কর্মকর্তার বিদায়-বরণ অনুষ্ঠান

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে পদোন্নতিপ্রাপ্ত ডা. মোঃ সাখাওয়াত উল্লাহকে বরণ, চমেক হাসপাতালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মোহাম্মদ আবদুর রব ও মেডিকেল অফিসার ডা. আবু সাদাত মোঃ শিহাব উদ্দিনের বিদায় অনুষ্ঠান গতকাল ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও বিদায়ী স্বাস্থ্য কর্মকর্তাদের হাতে ক্রেস্ট, ফুল ও উপহার সামগ্রী তুলে দিয়ে সংবর্ধনা প্রদান হয়। চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়-বরণ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ, বিদায়ী চিকিৎসক ডা. মোহাম্মদ আবদুর রব ও ডা. আবু সাদাত মোঃ শিহাব উদ্দিন। জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শর্মিষ্ঠা সেন ও মেডিকেল অফিসার ডা. অপু চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায়-বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. আবুল হোসেন শাহীন, সিনিয়র কনসালট্যান্ট (অর্থো সার্জারী) ডা. অজয় কুমার দাশ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তফা জামাল হায়দার, কনসালট্যান্ট (মেডিসিন) ডা. হামিদুল্লাহ মেহেদী, কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. রাজদ্বীপ বিশ্বাস, কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা.মৌমিতা দাশ, পরিসংখ্যানবিদ শওকত আল-আমিন, সিনিয়র স্টাফ নার্স দীপ্তি রানী ভট্টাচার্য ও হারবাল অ্যাসিস্টেন্ট মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে হাসপাতালের সিনিয়র-জুনিয়র কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বির নেতৃত্বে টিম জেনারেল হাসপাতাল আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কোভিডকালীন সময়ে হাসপাতাল তত্ত¡াবধায়কের সমন্বয়ে বিদায়ী সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ও কোভিড ফোকাল পারসন ডা. মোহাম্মদ আবদুর রব সহকর্মীদের নিয়ে জীবনের মায়া ত্যাগ করে কোভিড রোগীদের সুচিকিৎসায় এগিয়ে এসেছেন বলেই চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আজ সারাদেশে পরিচিতি লাভ করেছে। এর ধারাবাহিতা রক্ষায় হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক-নার্স ও কর্মচারীকে আরও আন্তরিক হতে হবে। বক্তারা বলেন, এক সময় জেনারেল হাসপাতালে রোগীদের আনাগোনা কম ছিল। বর্তমানে সেবার পরিধি বেড়ে যাওয়ায় আউটডোর-ইনডোরে রোগীদের কমতি নেই। জনবল সংকট থাকা সত্তে¡ও হাসপাতাল জরুরী বিভাগে আগত রোগীদেরকে মেডিকেল অফিসারের মাধ্যমে ৭/২৪ ঘন্টা চিকিৎসা-সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া শিশু, গাইনী, মেডিসিন, হৃদরোগ, নাক-কান-গলা ও সার্জারীসহ অন্যান্য আউটডোর-ইনডোরে নিয়মিত চিকিৎসা-সেবা দেয়া হচ্ছে। এ হাসপাতালকে ৫০০ বেডে উন্নীত করা হলে সেবার মান আরও অনেকদুর এগিয়ে যাবে

# ৩০/০৯/২০২২, চট্টগ্রাম #