চলমান সংবাদ

চট্টগ্রামে বিনিয়োগে আগ্রহী জাপানের মিতসুবিশি ও জেটরো

চট্টগ্রামে অটোমোবাইল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং ও গাড়ির যন্ত্রাংশ উৎপাদনসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষ প্রকৌশল নির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশি ও জেটরো। এরই মধ্যে প্রতিষ্ঠান দুটির বাণিজ্য প্রতিনিধি দল চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। চিটাগাং চেম্বারের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক মো. অহিদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, নাজমুল করিম চৌধুরী শারুন, চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, জাপানের মিতসুবিশি ইলেকট্রিক করপোরেশনের ওভারসীস প্ল্যানিং অ্যান্ড এডমিন ডিপার্টমেন্টের ইউসুকে ইজুমি, টোকিও মেরিন অ্যান্ড নিশিদো ফায়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যারিকো উমেহারা প্রমুখ। এছাড়া সভায় চট্টগ্রামের ১৮টি সেক্টরের ৩০ জন উদ্যোক্তা, ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীরা বলেন, ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান অবকাঠামোগত উন্নয়নের কারণে চট্টগ্রাম বিনিয়োগ ও বাণিজ্যের একটি আকর্ষণীয় অঞ্চল হিসেবে রূপান্তর হয়েছে। বাংলাদেশে উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা বজায় রেখে জাপানি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে অটোমোবাইল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং ও গাড়ির যন্ত্রাংশ উৎপাদনসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আমরা আগ্রহী। জাপানের প্রতিনিধিদল চট্টগ্রামের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বলেন, জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। এজন্য বাংলাদেশ সরকারকে বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে ও নীতিমালা আরও সহজীকরণ করার আহ্বান জানান। প্রতিনিধিদল কবির শিপ রিসাইক্লিং লিমিটেড ও সিসিসিআই জাপান ডেস্ক পরিদর্শন করেন। এতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইপিজেড ইনভেস্টর ক্লাবের সহ-সভাপতি খাজা মোহাম্মদ ফরহাদ, পরিচালক জিন্নাহ চৌধুরী, পিএইচপি মোটরসের এমডি মো. আকতার পারভেজ, ডেলমাস অ্যাপারেলসের এমডি রায়হান শামস, নোভো সিল লিমিটেডের এমডি সাব্বির আহমেদ প্রমুখ। # ২১.০৯.২০২২ চট্টগ্রাম #