চলমান সংবাদ

চট্টগ্রামে ৮৪ হাজার মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছে ডিএসকে

 চট্টগ্রাম শহরের গত ৫ বছরে ২০ হাজার ৫৬৩ পরিবারের ৮৪ হাজার ৯৮ জন মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ-ডিএসকে। নামের একটি তন্মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন ১৩ হাজার ৯৮১ জন। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন ১৩ হাজার ৯৮১ জন। শহরে দরিদ্র বস্তিবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ২০১৮ সালে ‘ওয়াশ ফর আরবান পুওর’ প্রকল্পের মাধ্যমে নগরীর ১২টি ওয়ার্ডের ৩০ টি বস্তি এলাকা ও বিভিন্ন বিদ্যালয়ে কাজ শুরু করে ডিএসকে। এই প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে বস্তিবাসী ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ খাবার পানি, আধুনিক স্যানিটেশন, বস্তিতে কমিউনিটি টয়লেট নির্মান, ভাসমান মানুষের জন্য নগরে পাবলিক টয়লেট নির্মান, মানববর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, স্কুল ওয়াশ কার্যক্রম এবং বস্তি পর্যায়ে হাইজিনিং কার্যক্রম। দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশের আর্থিক ও কারিগরী সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ডিএসকে’র উদ্যোগে সোমবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত একটি ওর্য়াকশপের এসব তথ্য দেয়া হয়। এতে ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার এম এম মামশাদ ভিডিওচিত্রের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে ডিএসকে’র প্রকল্প ব্যবস্থাপক আরেফাতুল জান্নাত প্রকল্পের বিভিন্ন কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। ডিএসকে করোনাকালে চট্টগ্রামের ৩টি হাসপাতালে ৪টি স্বল্পকালীন প্রকল্পের আওতায় করোনা সুরক্ষা সামগ্রী সরবরাহ করে মানুষকে স্বাস্থ্য সচেতন করে আসছে। এছাড়া চসিক পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় (হাইজিন সার্পোট) একটি প্রকল্প বাস্তবায়ন করছে সংস্থাটি। যেখানে প্রতিটি পরিচ্ছন্ন কর্মী হেলথ কার্ড ও এককালীন ৩০ হাজার টাকা মৃত্যু বীমার সুবিধা পাচ্ছেন। বক্তারা বলেন, মানুষকে পানি, হাইজিন, স্যানিটেশন বিষয়ে সচেতন করা ও এসব সেবা দিতেই আমাদের এ কার্যক্রম। চট্টগ্রাম শহরে অনেকগুলো বস্তি রয়েছে। এসব বস্তিতে বসবাসকারী মানুষ নিন্মবিত্ত, স্বল্পশিক্ষিত হওয়ায় তাদের মাঝে স্বাস্থ্য সচেতনতা কম। সেখানে নিরাপদ খাবার পানি অপর্যাপ্ত। স্যানিটেশন ব্যবস্থাও অপ্রতুল। আর তাই ডিএসকে’র ওয়াশ ফর আরবান পুওর প্রকল্পে আমরা সহয়তা করছি। # ২০.০৯.২০২২ চট্টগ্রাম #