চলমান সংবাদ

নারী সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা

আজ সোমবার নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চারবারের ফাইনালিস্ট নেপালকে উড়িয়ে ৩-১ গোলে দিয়ে প্রথমবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

উল্লেখ্য, এর আগে ১৯ বছর আগে ২০০৩ সালে ঘরের মাঠে জাতীয় পুরুষ ফুটবল দল মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল। নেপালের রঙ্গশালা স্টেডিয়ামে প্রায় বিশ হাজার দর্শকের যার বেশির ভাগই নেপালের সমর্থক, তাদের হতাশ করে দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে সাবিনা-কৃষ্ণারা। নারী সাফের মুকুট এখন বাংলাদেশের বাঘিনীদের মাথায়।

২০১৬ সালে শিলিগুঁড়ির ফাইনালে স্বাগতিক ভারতের কাছে হেরে যে স্বপ্ন ভেঙে গিয়েছিল, এবার কাঠমুন্ডুতে স্বাগতিক নেপালকে হারিয়ে তা পূরণ করলো বাংলাদেশ।