চলমান সংবাদ

ঘুষসহ ধরা পড়ার পরেও শিক্ষা কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতি

ঘুষ গ্রহণের অভিযোগ আলোচিত ফটিকছড়ির  জনৈক শিক্ষা কর্মকর্তা আজিমেল কদরকে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত আদেশ নামায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে বিভাগীয় মামলা থেকে তাকে অব্যাহতি ও সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের খবরে ফটিকছড়ির শিক্ষক সমাজে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ২০১৯ সালের ২৮ মার্চ উপজেলার উত্তর পাইন্দং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তারের কাছ থেকে ঘুষ নেয়ার সময় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক লুৎফুল কবির চন্দনের নেতৃত্বে দুদুক টিমের কাছে হাতে নাতে ঘুষের ১০ হাজার টাকাসহ ধরা পড়ে। পরে দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপ সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে ফটিকছড়ি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তখন তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে বিভাগীয় শৃংখলা ভঙ্গের মামলাও হয়। মামলাটি দীর্ঘদিন তদন্তের পর  গত ১৩ সেপ্টেম্বর এ প্রত্যাহারের আদেশ হয়। এতে ফটিকছড়িতে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

# ১৭/০৯/২০২২, ফটিকছড়ি, চট্টগ্রাম #