চলমান সংবাদ

চট্টগ্রাম সংবাদ

গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক নগরীর

ইপিজেড এলাকার একটি বাসা থেকে শিরিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) দুপুরের দিকে ইপিজেডের আকমল আলী রোডের ষাট কলোনির এক রুমের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ এটিকে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আলী অজগর (৪৫) পলাতক রয়েছেন। স্থানীয়রা জানান, নিহত শিরিনা আক্তার ৩ কন্যা সন্তানের জননী। তার বড় মেয়ের বয়স ৭-৮ বছর। গত রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে সে দেখতে পায় তার বাবা তার মাকে পাটিতে শোয়ানোর চেষ্ট করছে। সে তখন তার বাবাকে জিজ্ঞেস করে যে মায়ের কি হয়েছে। উত্তরে বাবা জানায় তার মা ঘুমিয়ে গেছে। এজন্য তাকে পাটিতে শুইয়ে দিচ্ছে। সকাল বেলা ওই অবস্থায় তার মায়ের লাশ পাওয়া যায়। মেয়েটি জানিয়েছে, প্রায়ই তার মাকে মারধর করতো তার বাবা। তাই পুলিশের প্রাথমিক ধারণা নিহতের স্বামী আলী আজগরই তাকে হত্যা করে পালিয়ে যান। নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর জোন) শাকিলা সুলতানা বলেন, ‘ওই নারীর মুখে কালো কালো ফেনার মত ছিলো। আমরা ধারণা করছি তাকে বিষাক্ত কিছু খাইয়ে তার স্বামীই হত্যা করেছে। যেহেতু সে সকাল থেকে নিখোঁজ। নিহতের ৩ মেয়ে তাদের খালার বাসায় থাকতে চাইছে। তাই তাদের খালার বাসায় রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
# ২৬.০৮.২০২২ চট্টগ্রাম #

চট্টগ্রাম রেলস্টেশনে অনৈতিক কর্মকান্ড, আরএনবি’র ৩ সদস্য গ্রেপ্তার

টিকিট থাকার পরও ট্রেনের কামরায় ওঠার সময় অনৈতিকভাবে অতিরিক্ত টাকা দাবি করেছিলেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কয়েকজন সদস্য। এ ঘটনার প্রতিবাদ করায় চট্টগ্রাম রেল স্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যকে পরিচয় দেওয়ার পরও লাঞ্ছিত করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে ৩ জন আরএনবি সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। তাদের বিরুদ্ধে ঘুষ দাবি, আক্রমণ, মারামারি, হত্যার উদ্দেশ্য ও মানহানির অভিযোগে মামলা করা হবে। শুক্রবার (২৬ আগস্ট) সকালে র‌্যাব-৭’র চান্দগাঁও ক্যাম্পে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। গ্রেপ্তারকৃত তিন আরএনবি সদস্য হলেন- মো. মাইন হাছান রাকিব (২৩), রিটন চাকমা (২৪) ও মো. রবিউল ইসলাম (৩০)। এর আগে, প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় আরএনবির চার সদস্য হাবিলদার মো. রবিউল ইসলাম, সিপাহি মাইন হাসান রাকিব, লিটন চাকমা ও ইয়াসির আরাফাতকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির কমান্ডেন্ট রেজওয়ানুর রহমান। র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, গত ৮ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য চট্টগ্রাম থেকে মেইল ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে রাত দশটায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে উপস্থিত হন। ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে থাকা ঢাকা মেইল ট্রেনে তার নির্দিষ্ট বগিতে উঠতে যাওয়ার সময় রেলওয়ের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত কয়েকজন আরএনবি সদস্য তাকে ট্রেনের সামনের ৩টি বগির যেকোনও একটিতে যেতে বলে। এই বগিতে উঠতে হলে তাদেরকে ৩শ’ টাকা দিতে হবে বলে জানায়। টাকা না দিলে ওই বগিতে ওঠা যাবে না বলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। কথাবার্তার একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওই সদস্যকে আরএনবির সদস্যরা অন্যায় ও অযাচিতভাবে গালাগালি, মারধর, রাইফেল দিয়ে ধাক্কাসহ ব্যাপক গালমন্দ করে। তিনি আরও বলেন, এসময় একটি অনলাইন চ্যানেলের প্রতিবেদক এ ঘটনার প্রতিবাদ করেন এবং তার মোবাইলে ধারণ করেন। পরে এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। আটককৃতদের বিষয়ে তথ্য দিয়ে আরএনবির সিনিয়র কর্মকর্তারা সহযোগিতা করেছেন। পরে ঢাকা ও চট্টগ্রামে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ৩ আরএনবি সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। ঘটনার সঙ্গে যদি আরএনবির পরিদর্শকও জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।
# ২৬.০৮.২০২২ চট্টগ্রাম #