শিল্প সাহিত্য

সময়কে উদ্ধার করি, চলো

-কাহ্নপাদ হায়দার (হায়দার আলী খান )

আমি হারিয়ে যাওয়া
সময়কে উদ্ধার করতে গিয়ে দেখি
ছবিটা আজও ঝুলছে
বহুদিন ধরে এক-ই জায়গায় —রোজই চেয়ে চেয়ে দেখি
রোজই নানান কাজের ভিড়ে
হারিয়ে ফেলি তোমাকে
আজ আমি হারিয়ে যাওয়া
সময়কে উদ্ধার করতে গিয়ে দেখি —
আগের চাইতেও আরো জীবন্ত
তোমার সেই মুখচ্ছবি
তোমার সেই আয়ত দৃষ্টি
অনেক দূরে টেনে নিয়ে যায়
মরচে-ধরা মনের আয়নায়
আবারো ভেসে ওঠে
অনেক আগের এক বসন্তের ছবি
হঠাৎ আলোর ঝলকানি
জাগিয়ে তোলে
অনেক আগের এক বসন্তের ছবি
সেদিনটাতো এমনি ছিল হয়তো
সেদিনও তো ফুটেছিলো ফুল
তারারা আলো জ্বেলেছিলো …
কোকিলও ডেকেছিল বুঝি
বাংলার বিষাদের দুঃখভরা দিন
দুর্দিনের ইতিহাস শেষ হবে এই জেনে
আজ চেয়ে আছি আমরা সকলে
তোমার চশমার চূর্ণ টুকরোর দিকে
তোমার নিভে যাওয়া পাইপের পানে
দুর্দিনের ইতিহাস শেষ হবে এই জেনেপ্রার্থনায় নতজানু আমরা সবাই
ফিরে এস , হে বান্ধব
ফিরে এস , সাহসের আগুন জ্বালাতে
ফিরে এস , সাগ্নিক জমদগ্নি
বাংলার অগ্নিপুরুষ
সাহসী মানুষদের নিয়ে আবার
শুধু আর একটিবার
সেই সাহসী সময়কে উদ্ধার করি, চলো l