শিল্প সাহিত্য

রবীন্দ্রের সাথে হতে পারে জমাট আড্ডা

– গৌতম দত্ত

রবীন্দ্রের সাথে হতে পারে জমাট আড্ডা
আইনস্টাইনেরও

শোনার বৃত্ত পেরিয়ে শোনা
দেখার বৃত্ত পেরিয়ে দেখা
হয়ে ওঠে না।
যদিও পূর্ণিমার আলোতেই
দেখেছিলাম অমাবস্যার আঁধার
দৃশ্যমান সসীমতার পরিচয়েই
পেয়েছি অসীমতার রূপকল্প।

পাথর নিংড়ে খুঁজি রস
বুঝি যুক্তি আর স্বপ্নের মিলনেই
বিজ্ঞানী হয়ে যান শ্রেষ্ঠতম কবি
কিংবা কবি হয়ে যান মহাকবি!

বিস্ময়-বিমুগ্ধতার সাথে
প্রশ্ন-অনুসন্ধানের বিরোধ
নেই কোনো।
রবীন্দ্রের সাথে তাই হতে পারে জমাট
আড্ডা আইনস্টাইনেরও!

সুন্দরের আহ্বান আর নিছক নীতির বানী
কেজো নয় বড়, ওগুলো মানুষ জানে।
বরং জেনে নাও কে কেড়ে নেয় তৃষ্ণার জল
কে ঘটায় বোধের স্খলন!