চলমান সংবাদ

সাজেদুরের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় ধরা পড়লো ছিনতাইকারী

কলেজ ছাত্র সাজেদুরের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় ধরা পড়লো ছিনতাইকারী। তিনি লেখাপড়ার পাশাপাশি একটি খন্ডকালীন চাকরি করেন।  গতকাল তিনি অফিসে কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন।  এ সময় ছিনতাইকারী এসে তাঁর মুঠোফোনটি টান দেন। প্রথম টানে মোবাইল ফোন নিতে না পেরে ছিনতাইকারী তাকে ছুরি মারেন।  তখন মুঠোফোনটি ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে তিনি তড়িৎ নিজেকে সামলে ছিনতাইকারীর মোটরসাইকেলের পেছনে ঝুলে পড়েন। কিছুদূর তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যান ছিনতাইকারী। ততক্ষণে সাজেদুরের চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীকে ধরে ফেলেন।

ভুক্তভোগী সাজেদুর কুমিল্লার অধ্যাপক আবদুল মজিদ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি পড়াশোনার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করেন। ছিনতাইয়ের সময় গ্রেপ্তারকৃত পায়েল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলাও রয়েছে  বলে পুলিশ সূত্রে জানা গেছে।

# ০৫/০৮/২০২২, ঢাকা #