চলমান সংবাদ

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে বেইজ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও শ্রম আদালতের পক্ষ থেকে আইনি সহায়তার মাধ্যমে বকেয়া আদায়ের আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বলেন, বকেয়া বেতন-ভাতার দাবিতে বেইজ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করে। আধাঘন্টার মতো সড়কে অবস্থান নেয় তারা। পরে পুলিশের সহযোগিতায় শ্রম আদালতের লোকজন পাওনা আদায়ে সহায়তা করার আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে চলে যায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। # ২৭.০৭.২০২২ চট্টগ্রাম #