চলমান সংবাদ

খেলাঘর চট্টগ্রাম মহানগরের সম্মেলন পূনর্মিলনী

জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’ চট্টগ্রাম মহানগরের সম্মেলনোত্তর পূনর্মিলনী গত ২৩ জুলাই সন্ধ্যা ৬টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খেলাঘরের দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সম্মেলন পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল আলোচনা সভা ও স্মৃতিচারণ। পরে শিশু-কিশোর ও ভাই-বোনদের পরিবেশনা অনুষ্ঠিত হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান। খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মুনির হেলাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, সাবেক প্রেসিডিয়াম সদস্য আশীষ ধর, খেলাঘর চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা প্রফেসর ড. গণেশ রায়, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রোজী সেন, খেলাঘর মহানগরের সহ-সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, সুচরিত চৌধুরী টিংকু, তরুণ চক্রবর্ত্তী প্রমুখ। সভায় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক ও মানবিকবোধ সম্পন্ন দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার জন্য খেলাঘর দেশব্যাপী কাজ করে যাচ্ছে। শিশু কিশোরদের মাঝে সৃজনশীলতার বিকাশ ঘটানোর মাধ্যমে তাদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। আলোচনা সভা শেষে ভাই বোনদের অংশগ্রহণে আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানের ‘শেষ পর্বে ও সম্মেলনের উপর নির্মিত ডকুমেন্টারী’ প্রদর্শিত হয়। উল্লেখ্য যে, ব্যাপক সংখ্যক শিশু কিশোর ভাই বোন কর্মী ও অভিভাবকদের উপস্থিতিতে এবং বর্ণিল আয়োজনে গত ২৪ ও ২৫ জুন খেলাঘর চট্টগ্রাম মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয়। # ২৫।০৭।২০২২ চট্টগ্রাম #