চলমান সংবাদ

সিএমপিতে কমিশনার পদে দায়িত্ব নিলেন কৃষ্ণপদ রায়

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি’র ৩১তম কমিশনার হিসেবে যোগদান করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক কৃষ্ণ পদ রায়। সোমবার (১৮ জুলাই) সকালে সিএমপির সদর দপ্তরে তিনি যোগদান করেন। এসময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন পুলিশ কমিশনারকে ফুল দিয়ে বরণ করেন। পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন। পরবর্তীতে সিএমপি কমিশনার দামপাড়া পুলিশ লাইন্সের জনক চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ বিভিন্নস্তরের পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বপালন করছিলেন। গত ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কৃষ্ণপদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়। কৃষ্ণপদ রায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামের প্রয়াত গোপাল চন্দ্র রায় ও রমা রাণী রায়ের প্রথম সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করে তিনি একটি ইংরেজি দৈনিকে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দেন বাংলাদেশ পুলিশ বিভাগে। সহকারী পুলিশ সুপার পদে তার প্রথম কর্মজীবন শুরু হয় বগুড়ায়। সেখানে কিছুদিন কাজ করার পর বদলি হয়ে আসেন সিএমপি’র সহকারী কমিশনার হিসেবে। এরপর পদোন্নতি পেয়ে শেরপুর ও চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বদলি হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডেপুটি কমিশনার, ঢাকার ডিবি পুলিশের ডেপুটি কমিশনার এবং পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ দায়িত্ব পালনকালে পদোন্নতি পেয়ে ডিআইজি পদমর্যায় অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম ও অপারেশন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২১ সালের ৭ নভেম্বর থেকে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ২০১২ সালে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) এবং ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পদকপ্রাপ্ত হন। পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে চৌকস এই কর্মকর্তা ২০০২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যার জনক। # ১৮.০৭.২০২২ চট্টগ্রাম #