শিল্প সাহিত্য

আগুন লেখা

-নাজিমুদ্দীন শ্যামল

কতো বড় আর হবে এই বদ্বীপ…
হাতের তালুতে খানিকটা সবুজ,
জলজ নদী; তার উপর আকাশের নীল প্রলেপ
দিলে যতটুকু চিত্র ফুটে ওঠে
তার মতোই। এর বেশি কিছু নয়।

তবুও এই ছোট্ট সবুজে কিংবা
নকশী কাঁথার মতো চিত্রল ভূমিতে
কতো মুখ ভালবেসে বেঁচে থাকে
তার কোন ইয়ত্তা নেই।

তারাতো বেঁচে থাকে কাল বৈশাখির ঝড়ে
কিংবা তুমুল দুর্বিপাকে, তারা বেঁচে থাকে
অন্ধকার রাতে ধলপ্রহরের প্রতীক্ষাতে।
কতিপয়রা যখন চর দখলের যুদ্ধ করে,
কেউবা হয় দখলদার আর কেউ চায়
আবারো দখল করতে। এই বদ্বীপের
সবুজ প্রাণীরা ভয়ে জবুথবু হয়ে যায়।
কেবলই বলে যায় কেউ যেন এসে
তাদের সকলকে নিয়ে যায় অন্যকোথাও!
তাদের বাঁচায়; দখলদার বা দখললিপ্সুদের
হাতের তালু থেকে মুক্তি চায়।

আমিতো সবুজ বদ্বীপের মানুষের বেদনায়
তাদেরই মুক্তির কথা লিখি আগুন লেখায়।

-নাজিমুদ্দীন শ্যামলঃ কবি ও সাংবাদিক