চলমান সংবাদ

সাড়ে ৪ মাস পর চট্টগ্রামে করোনায় মৃত্যু, বাড়ছে শনাক্ত

সাড়ে চার মাস পর চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে দুই জনের মৃত্যুর তথ্য দিয়েছিল জেলা সিভিল সার্জনের কার্যালয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ৬০ বছর বয়সী এ নারীর করোনায় মৃত্যু হয়। শুক্রবার (১ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তার মৃত্যুর খবর জানানো হয়। গত কিছুদিন ধরেই সারাদেশের সাথে চট্টগ্রামেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। জুন মাসের মাঝামাঝি সময় থেকেই চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বমুখী হতে শুরু করে। সরকারি হিসেবে সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫২ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে পরিস্থিতির আরও অবনতি হবে। শুক্রবার (১ জুলাই) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদন অনুযায়ী, ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করে করোনায় নতুন শনাক্ত ৫২ জনের মধ্যে ৪৪ জন নগরীর এবং ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগী চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা। তিনি গত বছরের ২৯ ডিসেম্বরে করোনার বুস্টার টিকা নিয়েছিলেন। ২১ জুন করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ ছাড়া তার আর কোন উপসর্গ ছিল না। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা হয়েছে এক লাখ ২৭ হাজার ২৫৮। এর মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ৬০৫ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৩৪ হাজার ৬০৮ জন। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৩৬৩। এর মধ্যে শহরের ৭৩৪ ও বিভিন্ন উপজেলাল ৬২৯ জন। প্রসঙ্গত, ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হয়। ওই বছরের ৯ এপ্রিল করোনায় প্রথম মৃত্যু হয়। # ০১.০৭.২০২২ চট্টগ্রাম #