শিল্প সাহিত্য

জানতে হলে

-ছন্দা দাশ

বলতে নেই,সব কথা তোর বলতে নেই
বলতে বলতে ফুরিয়ে গেলে, আগের মতো
একলা সেই।

শুনতে নেই,সব কথা তোর শুনতে নেই
শুনতে শুনতে ক্লান্ত হলে মিলিয়ে যাবে
ইচ্ছে সেই।

বাসতে নেই ,এমন ভালো ভাসতে নেই
খাঁটি সোনায় ভেজাল দিলে কাঁকন তোমার
বাজবে সেই।

জানতে নেই,সব কথা তোর জানতে নেই
বইয়ের তাকে  কাটবে পোকা পড়ার শেষে
এমনিতেই।

বাঁচতে নেই ,অধিক বছর বাঁচতে নেই
প্রিয় মানুষ সরবে দূরে একলা হবি
আবার সেই।

# ২৯/০৬/২০২২, চট্টগ্রাম #