চলমান সংবাদ

চট্টগ্রামে বাজার দর পাইকারিতে চালের দাম কমলেও খুচরায় প্রভাব নেই

আগের বাড়তি মূল্যে বিক্রি হচ্ছে নিত্যপণ্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরেই অস্থির ছিল চালের বাজার। সম্প্রতি পাইকারি পর্যায়ে কিছুটা কমতির দিকে থাকলেও খুচরা পর্যায়ে চালের বাজারে এর কোন প্রভাব পড়েনি। আগের বাড়তি দরে চাল বিক্রি করছেন খুচরা ব্যবসায়ী। অজুহাত হিসেবে ব্যবসায়ীরা অন্যান্য নিত্যপণ্যের উর্ধগতি ও বাড়তি পরিবহন খরচকে দায়ী করছেন। এদিকে বাজারে সবজি থেকে শুরু করে মাছ-মাংস সবকিছু আগের বাড়তি মূল্যেই বিক্রি হচ্ছে। শুক্রবার (১৭ জুন) সাপ্তাহিক ছুটির দিন নগরের পাহাড়তলী চালের পাইকারি বাজার ও বিভিন্ন খুচরা দোকান ঘুরে দামের ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। পাইকারি বাজারে মিনিকেট (চিকন চাল) ৫০ কেজির বস্তা ২৯শ ৫০ থেকে ৩১শ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে পাইকারিতে মিনিকেটের কেজি ৫৯ থেকে ৬২ টাকা হলেও খুচরা বাজারে এ চাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকা। নাজিরশাইল বস্তাপ্রতি ৩৩শ থেকে ৩৪শ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারিতে চালটির কেজি ৬৬ থেকে ৬৮ টাকায় বিক্রি হলেও নাজিরশাইল ৭৮ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিবস্তা পাইজামের বর্তমান দাম ২৩শ থেকে ২৪শ টাকা। পাইকারিতে প্রতিকেজি পাইজাম চাল ৪৬ থেকে ৪৮ টাকায় বিক্রি হলেও খুচরায় ৫৩ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারিতে বিআর-২৮ বস্তাপ্রতি ২৩শ থেকে ২৪শ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারিতে এই চাল কেজিতে ৪৬ থেকে ৪৮ টাকা হলেও খুচরায় বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকা। তাছাড়া খুচরা বাজারে মোটা আতপ ৪৮ টাকা, চিকন মিনিকেট চাল ৭০ থেকে ৭২ টাকা, চিকন আতপ চাল ৬৮ টাকা ও পোলাও চাল ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত দু সপ্তাহ ধরে পাইকারি পর্যায়ে চালের বাজার কিছুটা কমতির দিকে থাকলেও খুচরায় তার কোন প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে এক খুচরা ব্যবসায়ী বলেন, বাজারে সবকিছুর দাম বেড়েছে। এছাড়া আমাদের দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, পরিবহন খরচ, শ্রমিকের মজুরি অনেক কিছু বিবেচনা করতে হয়। তাই খুচরায় দু-চার টাকায় বাড়তি বিক্রি না করলে আমাদের পোষায় না। এদিকে সবজির বাজারে প্রতিকেজি বেগুন ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, গাজর ১৫০টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, আলু ২৫ থেকে ৩০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ও চিচিঙ্গা ৩০ থেকে ৪০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা, চালকুমড়া ৪০ টাকা ও লতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া চায়না রসুন ১৪০ থেকে ১৫০ টাকা, দেশি রসুন ৮০ টাকা, পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি কেজিপ্রতি খোলা আটা ৪০ টাকা, প্যাকেট আটা ৫৫ টাকা, মসুর ডাল (মোটা) ১১০ টাকা এবং চিকন মসুর ডাল ১৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের বাজারে প্রতিকেজি রুই মাছ ২৫০ টাকা, দুই কেজি ওজনের রুই মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, তেলাপিয়া ১৫০, কই ২০০ টাকা, পাঙ্গাশ ১৬০টাকা, শিং ৩৫০ ও পাবদা ৩৫০ থেকে ৪শ টাকায়, বড় রুপচাঁদা ১২শ টাকায়, ছোট রুপচাঁদা ১১শ টাকায়, বড় পোয়া ৫৫০ টাকায়, লাল কোরাল ৬শ টাকায়, বাটা ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। গলদা চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়।

# ১৭.০৬.২০২২ চট্টগ্রাম #