শিল্প সাহিত্য

এভাবে জয়ী হচ্ছো

-নাজিমুদ্দীন শ্যামল

 

তোমরা এভাবে জয়ী হচ্ছো প্রতিদিন।

ক্রমশ মিথ্যা বলতে বলতে মিথ্যুক রাজা

হয়ে উঠেছো এখন। দলবদ্ধ চাটুকারের দল

সমস্বরে মানুষের বস্ত্র হরণ করো

নির্ভুল লোভে। তোমাদের পরনে কাপড় নেই

বলে অন্যকে অপমান করতে বাধে না।

তোমরা এভাবেই টিকে আছো। তারপর

অন্যের সম্ভ্রমকে মিথ্যাচারের খাওয়া

ভেবে খেতে খেতে পেটুক রাক্ষস হয়েছো।

অথচ, তোমরা জানো না তোমাদের রূপ

অন্য সকলের জানা। সময় তোমাকে আজ

তারিফ করছে। আর তোমরাও করছো

উল্লাস নৃত্য। আমি জানি, এসবের মাঝে

রেখে যাচ্ছো এক আগ্নেয়গিরি অনন্ত।

অগ্নুৎপাতে জ্বলে যাবে মিথ্যার বসন্ত।

 

নাজিমুদ্দীন শ্যামল: কবি ও সাংবাদিক