চলমান সংবাদ

আরো একটি ল্যাবরেটরি বন্ধ

 সঠিক কাগজপত্র উপস্থাপন করতে না পরায় এবং নানা অসঙ্গতির কারণে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পশ্চিম গেট সংলগ্ন জেনেটিক ল্যাবরেটরি নামে একটি প্রতিষ্ঠান। সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের একটি টিম সরেজমিনে পরিদর্শনে গিয়ে অসঙ্গতির কারণে ল্যাবটির কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেন। জানা যায়, দেশজুড়ে চলা অননুমোদিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক-ল্যাবের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে নগরের দুটি ক্লিনিকে অভিযান চালায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর নেতৃত্বে একটি টিম। এসময় তারা সিএসসিআর হাসপাতালের পাশের জেনেটিক ল্যাবরেটরিতে গিয়ে বেশ কিছু অসঙ্গতি দেখতে পায়। যার কারণে তাৎক্ষনিক ল্যাবের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেন সিভিল সার্জন। এছাড়া গোলপাহাড় মোড়ের মেট্রো ডায়াগনস্টিক ল্যাবেও যান স্বাস্থ্য বিভাগের টিম। তবে ল্যাবটির সকল কিছু ঠিক থাকায় তাদের ধন্যবাদের পাশাপাশি পরবর্তী নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানান। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মমদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘সোমবার বিকেলে দুটি ল্যাবে পরিদর্শন করা হয়। একটি ল্যাবের কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। তাদের সময় দেয়া হয়েছে চাহিদাকৃত কাগজপত্র দাখিল করতে পারলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ উল্লেখ্য, গত তিনদিনে চট্টগ্রাম নগরে স্বাস্থ্য বিভাগের অভিযানে আলোচ্য ল্যাবটিসহ ৮টি হাসপাতাল-ক্লিনিক ও ল্যাব বন্ধ করা হয়। যাদের বিরুদ্ধে নানান অভিযোগ আনা হয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। # ০১.০৬.২০২২ চট্টগ্রাম #