চলমান সংবাদ

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে তিন কেজি স্বর্ণের বারসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের ২৮টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে চট্টগ্রাম কাস্টমসের একটি টিম। বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটে মধ্যপ্রাচ্যের জেদ্দা থেকে আসা শাফি আলম নামে ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে এই ২৮টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার হওয়া স্বর্ণের বারের আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। রোববার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর দুপুরে ওই যাত্রীকে আটক করা হয়। চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ টিম) নেয়ামুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের সদস্যরা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে আসা ফ্লাইটে যাত্রী শাহ আলমের সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করলে ধাতব বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। এরপর তাকে চ্যালেঞ্জ লাগেজে তল্লাশি চালিয়ে চার্জার লাইট, টর্চ ও ইস্ত্রির ভেতর লুকানো স্বর্ণেরবারগুলো পাওয়া যায়। লাগেজের ভেতর থেকে ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক শফি আলমের গ্রামের বাড়ি কক্সবাজারে। তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে ১৯৬৯ সালের কাস্টমস আইনসহ প্রযোজ্য অন্যান্য আইনে মামলা দায়ের করা হয়েছে। # ২৯.০৫.২০২২ চট্টগ্রাম #