চলমান সংবাদ

প্রবীণ কমিউনিস্টদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সিপিবি সভাপতি

– ৯৫ ভাগ মানুষের প্রতিনিধিত্বকারী কমিউনিস্টদের পার্লামেন্টে যেতে হবে

প্রবীণ কমিউনিস্টদের সম্মাননা প্রদান করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি চট্টগ্রাম জেলা শাখা। শুক্রবার (২০ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৩৩ জন প্রবীণ কমিউনিস্টকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সিপিবির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেছেন, ‘আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যুদ্ধাপরাধীদের দল জামায়াত- এরা দেশের মাত্র পাঁচ ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে। লুটেরা, নব্য ধনী, মুক্তবাজার সিন্ডিকেট এদের প্রতিনিধিত্ব করে এই দলগুলো। অথচ তারা পার্লামেন্ট দখল করে বসে আছে। আমরা কমিউনিস্টরা দেশের বাকি ৯৫ ভাগ মানুষের প্রতিনিধিত্ব করি। পাঁচ ভাগের প্রতিনিধিদের হটিয়ে এবার আমাদের পার্লামেন্টে যেতে হবে। মানুষের মুক্তির জন্য, দেশকে মুক্ত করার জন্য বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে রাষ্ট্রক্ষমতায় নিতে হবে। আমরা ভোট ও ভাতের জন্য লড়াই করছি। আমরা ব্যবস্থা বদলের সংগ্রাম করছি। লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমরা মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় যেতে চাই।’ চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী। শোক প্রস্তাব পাঠ করেন দক্ষিণ জেলা সিপিবির সভাপতি কানাইলাল দাশ। সম্মাননাপ্রাপ্ত কমিউনিস্টদের পক্ষ থেকে আহসানউল্লাহ চৌধুরী, আব্দুল নবী, এস এম নজরুল ইসলাম বক্তব্য রাখেন। সম্মাননাপ্রাপ্তদের ফুল, ক্রেস্ট ও চাদর দিয়ে সম্মাননা জানান সিপিবি নেতারা। অনুষ্ঠানের শুরুতে সিপিবির সংস্কৃতি শাখার আয়োজনে শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। এর আগে সকালে নগরীর হাজারী ইেনে পার্টির কার্যালয়ে সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। পার্টির জেলা কমিটির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সদস্য মৃণাল চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। # ২০.০৫.২০২২ চট্টগ্রাম #