চলমান সংবাদ

লাইসেন্স নবায়ন না করার প্রতিবাদে কাস্টম হাউসে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি

– ৭ ঘন্টা পর প্রত্যাহার

লাইসেন্স নবায়ন না করায় চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রফতানি পণ্য শুল্কায়ন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টদের কর্মবিরতি ৭ ঘন্টা পর প্রত্যাহার করা হয়েছে। কর্মবিরতির ফলে দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউসে আমদানি-রফতানি সংক্রান্ত বিল অব এন্ট্রি দাখিলে ধীরগতি সৃষ্টি হয়। বুধবার (১৮ মে) সকাল ৯টা থেকে কাজ বন্ধ করে কাস্টমস হাউজের সামনে অবস্থান নিয়ে সিএন্ডএফ এজেন্টরা বিক্ষোভ করেন। পরে দাবি মেনে নেওয়ায় সাতঘন্টা পর বিকাল সাড়ে ৪টায় কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন সিঅ্যান্ডএফ মালিকরা। আমদানি শুল্কায়ন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন আমদানিকারকরা। সিএন্ডএফ মালিকদের অভিযোগ, যে লাইসেন্স দিয়ে তারা কাজ করছেন তা গত পাঁচ-ছয় মাস ধরে কাস্টমস কর্তৃপক্ষ নবায়ন করছে না। এ কারণে কয়েকশ’ সিএন্ডএফ এজেন্টস কাজ করতে পারছে না। ফলে একদিকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে রাজস্ব আদায়ের যে পুরো প্রক্রিয়া সেটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করছেন তারা। চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, ‘সিএন্ডএফ এজেন্টদের লাইসেন্স নবায়নে গড়িমসি করছেন কাস্টমস কর্মকর্তারা। লাইসেন্স বিধিমালার অপব্যাখা করে আমাদের হয়রানি করা হচ্ছিল। যাদের লাইসেন্স নবায়নের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের কাজ বন্ধ হয়ে গেছে। এরকম অন্তত দুইশ প্রতিষ্ঠান আছে। হাজারো কর্মচারীর কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। আমরা এ অনিশ্চয়তার অবসানের দাবিতে আমরা কর্মবিরতিতে গিয়েছিলাম। পরে আমাদের দাবি মেনে আদেশ জারি করেছে। তাই বিকাল সাড়ে চারটা থেকে কাজে যোগ দিয়েছে সবাই। চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার সালাউদ্দিন রিজভী বলেন, নিয়ম অনুযায়ী আবেদন না করায় কয়েকটি সিএন্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা হয়নি। এখন এনবিআর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি হয়েছে। সে অনুযায়ী কাজ হবে। # ১৮.০৫.২০২২ চট্টগ্রাম #