শিল্প সাহিত্য

স্বপ্নখন্ড

– নাজিমুদ্দীন শ্যামল

স্বপ্নগুলোর উপর কেবল ধুলোর আস্তর পড়ে যাচ্ছে!
এতটা কাল প্রতিটি সময়খন্ড যেসব স্বপ্নরা
স্বচ্ছ আকাশের মতো ভেসে বেড়াতো…
সেসব কেমন জানি দূরের মেঘের মতো উড়ে যাচ্ছে!

আমাদের লাল ইটের শৈশব, সবুজ ঘাসের ইশকুল,
ছেলেবেলার বন্ধু-বান্ধব আর প্রথম কবিতার স্মৃতি
যাপিত স্বপ্নের মতোন। দুইটি শালিক দেখে
তুমি বলতে আমাদের ভালবাসা সত্যিই সত্যি হবে।

এতটা কাল পরে হায় ভালবাসা হারিয়ে যায়,
কেবল বিরহ সত্যি হয়। কেননা, ভালবাসাতো
স্বপ্নের মতোন ধুলোর আস্তরের নিচে লুকায়
যাপিত জীবন শুধু জড়িয়ে থাকে স্বপ্ন মায়ায়।

আহা, স্বপ্নগুলোর উপর শুধু ধুলো পড়ে যায়,
স্বপ্নগুলো কেবল ধুলোমাটির তলায় লুকায়।
স্বপ্নরা শুধু মেঘের মতোন উড়ে উড়ে যায়।
স্বপ্নগুলো তোমার মতোন বুকের ভিতর হারিয়ে যায়।

নাজিমুদ্দীন শ্যামলঃ কবি ও সাংবাদিক