চলমান সংবাদ

চট্টগ্রামের কর্ণফুলী মার্কেট থেকে আরো ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

সারা দেশে যখন সয়াবিন তেল রীতিমতো ‘সোনার হরিণ’ হয়ে উঠছে, ঠিক সেই সময়ে চট্টগ্রামের চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটের ব্যবসায়ীদের গোডাউনে প্রশাসন হাত দিলেই মিলছে হাজার হাজার লিটার তেল। গত শুক্রবার (১৩ মে) দুপুরে প্রায় ২ হাজার পাঁচ’শ লিটার সয়াবিন তেল উদ্ধারের একদিন না যেতেই সেখান থেকে উদ্ধার করা হয়েছে মজুত করা আরও দুই হাজার লিটার তেল। পর পর দুই দিন এমন কাণ্ডের পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দু’টি কোম্পানির ডিস্ট্রিবিউটরদের সঙ্গে যোগসাজশে মার্কেটটির ব্যবসায়ীরা তেল মজুত করেছেন। সয়াবিন তেল মজুতের ঘটনায় দু’দিনে সেখানে চারটি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যা অব্যাহত থাকবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে। সবশেষ শনিবার (১৪ মে) কর্ণফুলী মার্কেটে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে নেতৃত্বে দেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন। তিনি বলেন, গতকাল অভিযানের পর কর্ণফুলী মার্কেটে আমরা আজও অভিযান পরিচালনা করি। সেখানে জামাল এন্টারপ্রাইজের দুটা গোডাউনে ১৭শ’ লিটার ও হোসেন এন্টারপ্রাই একটা গোডাউন থেকে প্রায় ৩শ’ লিটার করে মোট দুই হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করি। তেল মজুদ করায় জামাল এন্টারপ্রাইজকে ১ লাখ ৫০ হাজার ও হোসেন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তেলগুলো আমরা আগের দামে সাধারণ মানুষের কাছে বিক্রির ব্যবস্থা করেছি। # ১৪.০৫.২০২২ চট্টগ্রাম #