চলমান সংবাদ

পুরনো তেল মজুদ করে নতুন দরে বিক্রি চার হাজার লিটার তেল উদ্ধার, জরিমানা

বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে আগের কেনা তেল নতুন দরে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করে রাখা চার হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১১ মে) দুপুরে অভিযান চালিয়ে নগরের কর্নেলহাটের জামাল অ্যান্ড ব্রাদার্সের গুদাম থেকে ৪ হাজার লিটার ও বিনিময় স্টোর থেকে ১৩০ লিটার তেলের অস্তিত্ব পাওয়া যায়। অবৈধভাবে তেল মজুদ করায় এই দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেয়া অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বলেন, বাজারে সংকট তৈরি ও আগের কেনা খোলা সয়াবিন ও পাম অয়েল নতুন দরে বিক্রির উদ্দেশ্যে নগরের কর্নেলহাটের জামাল অ্যান্ড ব্রাদার্স ৪ হাজার লিটার ও বিনিময় স্টোর ১৩০ লিটার তেল মজুদ করে রেখেছিল। এ অপরাধে জামাল অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার ও বিনিময় স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জামাল অ্যান্ড ব্রাদার্সকে মজুদ করা সয়াবিন ও পাম তেল পুরোনো দামে বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে। অন্যদিকে বিনিময় স্টোরে মজুদ রাখা ১৩০ লিটার বোতলজাত সয়াবিন তাৎক্ষণিক ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে। তিনি বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধভাবে কেউ যাতে দ্রব্যমূল্যের দাম বাড়াতে না পারে তা নিয়ে ভোক্তা অধিকার সবসময় তৎপর রয়েছে।
# ১১.০৫.২০২২ চট্টগ্রাম #