চলমান সংবাদ

চট্টগ্রামের চেরাগীতে কলেজছাত্র খুন ছুরি সরবরাহকারী আসামি গ্রেপ্তার

নগরীর চেরাগি পাহাড় এলাকায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুনের ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মে) ভোরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ মজুমদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে সৌরভ দাশ (১৭) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। সৌরভের ছুরি দিয়েই কলেজছাত্রকে আঘাত করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে সৌরভকে মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। এর আগে এ হত্যাকান্ডের সাথে জড়িত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৌরভের বাড়ি চন্দনাইশ উপজেলার বরমা গ্রামে। তার বাসা খুনের ঘটনাস্থলের অদূরে নগরীর রাজাপুকুর লেইনের শাহনেওয়াজ বিল্ডিংয়ে। সৌরভ নগরীর একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। গত ২২ এপ্রিল রাতে নগরীর চেরাগি পাহাড় সংলগ্ন রাজাপুর লেইনের কর্ণফুলী ভবনের সামনে ছুরিকাঘাতে কলেজছাত্র আসকার বিন তারেক ওরফে ইভান (১৮) নামে এক তরুণকে হত্যা করা হয়। ইভান নগরীর বিএএফ শাহীন কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাবার নাম এস এম তারেক। নগরীর এনায়েত বাজারে জমির উদ্দিন ম্যানশনে তাদের বাসা। খুনের ঘটনায় সৈয়দ মোহাম্মদ তারেক বাদি হয়ে আটজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনায় জড়িত আরও দু’জনকে এর আগে পুলিশ গ্রেপ্তার করে। কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর বলেন, হত্যাকান্ডের পর ওই কিশোর পালিয়ে প্রথমে ফেনী সদর এলাকায় চলে যায়। এরপর পরশুরামে এসে কিছুদিন অবস্থান করে। ফেনী থেকে চলে যায় বান্দরবানে। সেখান থেকে লোহাগাড়ায় এসে এক বন্ধুর বাড়িতে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইভান হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারে ফেনী, বান্দরবান এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। ওসি বলেন, তদন্তে আমরা তথ্য পেয়েছি, ইভানকে মূলত ছুরিকাঘাত করে মোহন ওরফে মহান নামে এক তরুণ। যে ছুরি দিয়ে আঘাত করা হয় সেটি ছিল সৌরভের। গ্রেপ্তারের পর সে বিষয়টি স্বীকার করেছে। তবে আমরা ছুরিটি উদ্ধার করতে পারিনি। সৌরভ জানিয়েছে, ঘটনার পর মোহন ছুরিটি নিয়ে গেছে। মোহনসহ বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে শুক্রবার (২২ এপ্রিল) রাত আড়াইটার দিকে পাথরাঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মামলার ১ নম্বর আসামি শোভন দেবকে। পরে বুধবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে আরেক আসামি প্রিয়ম বিশ্বাসকে সিআরবি সাত রাস্তার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ গ্রেপ্তার সৌরভ দাশ জামালখানের কিশোর গ্যাং লিডার শৈবাল দাশের অনুসারী বলে জানা গেছে। এই গ্রুপের সদস্যরা দিন-রাত জামালখান, চেরাগীপাহাড়, আন্দরকিল্লা, রহমতগঞ্জ, দেওয়ানজী পুকুর পাড় এলাকায় চাঁদাবাজি, ফুটপাত দখল ও আধিপত্য বিস্তারে দাপিয়ে বেড়াত। এই গ্রুপের সদস্যরা স্থানীয় একজন জনপ্রতিনিধির অনুসারী বলে পুলিশের তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন। # ১০.০৫.২০২২ চট্টগ্রাম #