চলমান সংবাদ

রাজনৈতিক বিবেচনা প্রসূত ও উচ্চাকাঙ্খী প্রকল্প বাংলাদেশকে শ্রীলংকার মত পরিণতির দিকে নিয়ে যেতে পারে

‘শ্রীলংকার বর্তমান বিপর্যয়কর পরিস্থিতি: বাংলাদেম কি অভিজ্ঞতা অর্জন করতে পারে ?’ শীর্ষক এক অর্ন্তজাল মুক্ত আলোচনায় বক্তারা বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং দলীয়করণ ও সীমাহীন দূর্নীতি বন্ধ করতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশকে শ্রীলংকার মত পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে। বক্তারা আশংকা ব্যক্ত করে বলেন, উচ্চাকাঙ্খী এবং রাজনৈতিক বিবেচনা প্রসূত বিনিয়োগ বাংলাদেশকে বিপদে ফেলতে পারে। শ্রীলংকার এই পরিণতি ৩য় বিশ্বের দেশগুলোর জন্য একটি বড় শিক্ষা এবং একই সাথে বিপদ সংকেতও বটে। সুতরাং এর থেকে শিক্ষা নিয়ে আগামী অর্থনৈতিক কর্মসূচি ঠিক করতে হবে। সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণাধর্মী সংগঠন সমাজ সমীক্ষা সংঘের উদ্যোগে গত ৬ মে সন্ধ্যায় আয়োজিত মুক্ত আলোচনায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অর্ন্তজাল মুক্ত আলোচনায় আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুইনুল ইসলাম, অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মী, দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়ক গবেষক আলতাফ পারভেজ, অর্থনীতি বিশ্লেষক ও উন্নয়ন গবেষক মনোয়ার মোস্তফা জলি, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ্ ক্বাফী রতন, প্রযুক্তি চিন্তক মাসুদ রহমান, বেসরকারি সংস্থা ব্র্যাক এর আলট্রা পুওর গ্রেজুয়েশন প্রোগ্রামের পরিচালক পলাশ দাশ প্রমুখ। আলোচনাটি সঞ্চালনা করেন সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক শিহাব চৌধুরী বিপ্লব। বক্তারা বলেন, কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতি এত দ্রুত শ্রীলংকার মত পরিস্থিতির দিকে যাওয়ার সম্ভবনা কম। এছাড়াও বিপুল সংখ্যক জনগোষ্ঠির অর্জিত বৈদেশিক মুদ্রাও দেশের অর্থনীতির শক্ত স্তম্ভ। বাংলাদেশ বৈদেশিক ঋণ গ্রহণ ও প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। কিন্তু উচ্চাকাঙ্খী এবং রাজনৈতিক বিবেচনা প্রসূত বিনিয়োগ বাংলাদেশকে বিপদে ফেরতে পারে। এছাড়াও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ। অন্যদিকে দলীয়করণ ও সীমাহীন দূর্নীতি বন্ধ করতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশকে শ্রীলংকার মত পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে।
# ০৭.০৫.২০২২ চট্টগ্রাম #