সন্দ্বীপে স্পিডগুলো ডুবি নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
সন্দ্বীপ চ্যানেলে স্পিডবোট ডুবির ঘটনায় তিন শিশুর মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সকালে ও বিকেলে সন্দ্বীপের নদী বিচ্ছিন্ন ইউনিয়ন উরিরচর থেকে মরদেহ দুটি উদ্ধার করে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস টিম।
উদ্ধার হওয়া মরদেহ দুটি নিখোঁজ আলিফা এবং সৈকতের বলে সনাক্ত করেছে তাদের আত্মীয়রা। তবে এখনো পর্যন্ত আলিফার অপর জমজ বোন আদিফা নিখোঁজ রয়েছে।
শুক্রবার সকাল সাতটায় উরিরচরের জেলেরা একটি ভাসমান মরদেহ দেখে গুপ্তছড়া ঘাটে খবর দেয়। ঘাট কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসাকে জানালে তিনি কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের টিম পাঠিয়ে লাশটি উদ্ধার করান। বিকালে উরিরচর থেকে উদ্ধার হয় নিখোঁজ সৈকতের মরদেহ।
আদিফার চাচা মগধরা ইউপি সদস্য নাছির উদ্দীন জানান, স্পিডবোট ডুবির ৪৮ ঘন্টারও বেশি সময় পর ভাতিজি আলিফার লাশ পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা জানান, নিখোঁজ বাকি শিশু উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
# ২২.০৪.২০২২ #