চলমান সংবাদ

ট্রাউজার ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা

৪ ইয়াবা কারবারীকে কারাগারে পাঠলেন আদালত চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে এস.কে সুপার কমপ্লেক্সের ব্যবসায়ী মো. ইমাম হোসেন। আশপাশের সবাই জানেন তিনি আল মক্কা গার্মেন্টস নামক প্রতিষ্ঠানে ট্রাউজারের ব্যবসা করেন। কিন্তু তিনি যে ট্রাউজারের ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করতেন সে খবর কেউ জানতেন না। ঘটনা প্রকাশ পায় পুলিশ বাসায় হানা দিয়ে ৪ জনকে আটক করার পর। রোববার (১০ এপ্রিল) গ্রেপ্তারকৃতদের মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার (৯ এপ্রিল) রাত ১২টার দিকে নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারস্থ এসকে সুপার কমপ্লেক্স’র ৫ম তলার সি-৫০ নম্বর কক্ষ থেকে ৪ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা হলেন- মো. সাজ্জাদ (২৪), মো. জোবায়েদুল (২৬), মো. ইমাম হোসেন (৩৩) ও মো. রবিউল ফারুক (৩৪)। কোতোয়ালী থানার এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ইমাম হোসেন তার আল মক্কা গার্মেন্টস নামক প্রতিষ্ঠানে ট্রাউজার ব্যবসার আড়ালে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করতেন। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এদিকে কক্সবাজার থেকে কুরিয়ারে আসা ইয়াবা নিয়ে চট্টগ্রামে পাচারের সময় মো. এরশাদ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (৯ এপ্রিল) রাতে নগরীর কাজির দেউড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে এক হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করে নগর গোয়েন্দা পুলিশ। রোববার (১০ এপ্রিল) সকালে মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার হওয়া এরশাদ সন্দ্বীপ থানার মুসাপুর গ্রামের ফোরকানের ছেলে।
# ১০.০৪.২০২২ চট্টগ্রাম #