চলমান সংবাদ

পরপর দুই দিন করোনাশূণ্য

চট্টগ্রাম চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে কারো করোনা শনাক্ত হয়নি। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো করোনাশূন্য থাকলো বন্দরনগরী। মঙ্গলবার ( ৫ এপ্রিল) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবে সর্বমোট ৪৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে কারো দেহে করোনা শনাক্ত হয়নি। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২৯ জনে এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৯১ জন এবং ৩৪ হাজার ৫৩৮ জন বিভিন্ন উপজেলার। তবে এদিনও করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬২ জন। চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩ এপ্রিল। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
# ০৫.০৪.২০২২ চট্টগ্রাম #