চলমান সংবাদ

চট্টগ্রাম আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব সম্পন্ন

চট্টগ্রাম অঞ্চলের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব। শুক্রবার (১ এপ্রিল) দিনব্যাপী চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ ও মাঠে অনুষ্ঠিত হয় এই জীববিজ্ঞান উৎসব। চট্টগ্রাম অঞ্চলের এই উৎসব থেকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার টিকিট পেয়েছে ৬৭ জন খুদে জীব বিজ্ঞানী। বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. সুযত পাল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক দেবব্রত দাশ, বাংলাদেশ জীব বিজ্ঞান উৎসব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. সৌমিত্র চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক সমকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান সারোয়ার সুমন, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সাহেদ মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ড. লায়লা খালেদা, সহযোগী অধ্যাপক আদনান মান্নান ও শারমিন মুশতারী নাজু। প্রশ্নত্তোর পর্বে শিক্ষার্থীদের জীববিজ্ঞান নিয়ে জানা-অজানা মজার মজার প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ড. সুযত পাল, প্রসেফর ডা. বাসনা মুহুরী, প্রফেসর মোহাম্মদ আল ফোরকান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জিল্লুর রহমান, প্রফেসর সিরাজুল উদ্দিন ইসলাম ও প্রফেসর ডা. সায়েদা আকতার সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে চবি ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, বঙ্গবন্ধুর সোনার দেশ গড়ে তুলতে হলে আমাদের নতুন প্রজন্মকে সর্বক্ষেত্রে এগিযে যেতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক মুখস্ত করলে হবে না। এর বইরে যে জ্ঞানের জগৎ আছে, সেদিকে এগিয়ে যেতে হবে। মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে হবে। বিজ্ঞান চর্চায় ও জয়যাত্রায় এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্ম এগিয়ে না গেলে দেশ পিছিয়ে যাবে। বিজ্ঞানে আলোকিত হতে না পারলে কোন জাতি কাঙ্খিত লক্ষ্যে এগুতে পারে না। প্রফেসর ডা. সুযত পাল বলেন, জীবনের উৎকর্ষ সাধন করতে হলে জীববিজ্ঞানের বিকল্প নাই। সারা পৃথিবীর করোনার ভাইরাসের অনুজীব একত্রিত করে ওজন করলে পাওয়া যাবে মাত্র ১ গ্রাম। অথচ এই ক্ষুদ্র ভাইরাস পুরো পৃথিবীকে থমকে দিয়েছে। করোনার মতো অনুজীব বিভিন্ন সময়ে পৃথিবীর মানুষের জয়যাত্র থমকে দিয়েছিল। জীববিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে পৃথিবী আবারো এগিয়ে যেতে পারে। সুতরাং আমাদের বিজ্ঞান চর্চা ও গবেষণা বাড়াতে হবে। তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতা শেষে ঢাকায় জাতীয় পর্বে টিকিট পাওয়া ৬৭ শিক্ষার্থীর মধ্যে সেরাদের সেরা হয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের মো. ফাহমি ফায়াজ ও ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিদরাতুল মুনতাহা চ্যাম্পিয়ন। উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন চট্টগ্রাম কলেজের মোসাম্মত সাদিয়া খানম ও প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের তৌসিফ তানভীর আলম। চ্যা¤িক্সয়ন হন-চট্টগ্রাম কলেজের কৃত্তিকা রায়। মাধ্যমিক ক্যাটাগরি চ্যাম্পিয়ন হন- সরকারি মুসলিম হাইস্কুলের মাশরাফি বিন খিজির।
# ০১.০৪.২০২২ চট্টগ্রাম #